Notun Premer Gaan (নতুন প্রেমের গান) | Ballabhpurer Roopkotha | Anirban, Debraj, Surangana | নতুন প্রেমের গান ___ বাংলা গানের কথা লিরিক্স

 Notun Premer Gaan (নতুন প্রেমের গান)
Vocals : Debraj Bhattacharya, Surangana Bandyopadhyay 
Written by : Anirban Bhattacharya 
Composed by : Debraj Bhattacharya 
Arranged by : Subhadeep Guha


উম্মম্মম্মম্মম......
রা রা রা রা আ আ 

তোমাকেই ভাল লেগেছে ,
তোমাকেই ভাল লেগেছে 
তাই
তোমার দালান জুরে আঁকলাম
এক নদি ভরা স্নান
তোমাকেই মনে ধরেছে
তাই 
পুরনো খাতায় লিখে রাখলাম 
নতুন প্রেমের গান।
 
উমম উম্ম ম ম 

আমার আধার দিনলিপি জুড়ে
জ্বেলে দাও তুমি আলো 
আরো ভালো 
আরো ভালোবেসে তুমি 
উঠোন সাজিয়ে দাও
তোমার আদর আলগোছে করে 
মায়া ভরা চোখে ঢালো
আরো আলো
আরো আলো রং এ তুমি 
এ মাটি রাঙ্গিয়ে দাও 
জেন আমার ভাঙ্গা এ জানালার ফাঁকে 
তোমার আঙ্গুল ছোয়া লেগে থাকে 
বাড়ি ফিরে এসে তোমারই আচলে ক্লান্তির অবসান। 


তোমাকেই ভাল লেগেছে 
তাই
তোমার দালান জুরে আঁকলাম
এক নদি ভরা স্নান
তোমাকেই মনে ধরেছে 
তাই 
পুরনো খাতায় লিখে রাখলাম 
নতুন 
প্রেমের গান।

আমি 
চেনা গলি চেনা রাজপথ 
চেনা আলো দিয়ে 
মোড়া নগরের থেকে এসেছি 
তোমার অচেনা দালানে যত পাখি আছে 
বলেছে আমাকে যা বলার আছে 
চুপ করে আমি সেই সব কথা শুনেছি 
আমি শুনেছি 
আমি শুনেছি 
নিয়েছি সে কথা হৃদয়ে জমিয়ে 
ভাঙ্গনের সুর দিয়েছি থামিয়ে 
আধার সরিয়ে তোমাকেই আমি চিনেছি 

তোমাকেই ভাল লেগেছে ,
 তাই
তোমার উঠোন সাজিয়ে দিলাম 
মন ভালো করা আলোয় 
তোমাকেই মনে ধরেছে 
দেখো কেটে যাবে 
ঠিক কেটে যাবে 
বেশ দুজনে মন্দ ভালোয়
উম উমউম উম উম উম 


Post a Comment

Previous Post Next Post