Sajani (সজনী লিরিক্স ) Dilkhush|Nilayan,Rahool
Song composed and written by: Nilayan Chatterjee
Singer: Nilayan Chatterjee
Music Arrangement and Production: Soumyadeep Subhadeep
তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যাই
আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়
তোকে তোকে তোকে ভালবাসবো
ও সজনী
তোকে তোকে তোকে ভালবাসবো
আমি তোকে তোকে তোকে ভালবাসবো
ও সজনী ।
তোকে তোকে তোকে ভালবাসবো ।
কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে
এ ...............
কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে
বুক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে
রাগ হলেও নতুন করে কাছে ফিরে আসবো
তোকে তোকে তোকে ভালবাসবো
ও সজনী ।
তোকে তোকে তোকে ভালবাসবো ।
প্রেমের মুখে থার্মোমিটার গুজে দেখব জ্বর
মন ভাঙবি হাজার বার নাম দেব তোড় ঝর
প্রেমের মুখে থার্মোমিটার গুজে দেখব জ্বর
মন ভাঙবি হাজার বার নাম দেব তোড় ঝর।
কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে
এ হে হে >>>
কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে
প্রেম ঐ চোখের তলায় কালি না থাকে
শান্ত করে চিন্তা তোকে ফিরে আসবো
তোকে তোকে তোকে ভালবাসবো
ও সজনী ।
তোকে তোকে তোকে ভালবাসবো ।
তোকে তোকে তোকে ভালবাসবো
ও সজনী ।
তোকে তোকে তোকে ভালবাসবো ।